লেখা-লেখি

কী লিখি?

৮:১১:০০ PM 0 Comments







© সুনীতি দেবনাথ

বহুকাল নিস্তরঙ্গ যাপন কবিতার নির্বাসিত বিবরে
বর্ষা শরৎ হেমন্ত শীতের সকাল বিকেল আকাশের অলিন্দে ভ্রমণ
পৃথিবীর মাটির সন্তান আরণ্যক উন্মাতাল উথালপাথাল ঝড়
আকাশে নীল সমুদ্র কখনো কৃষ্ণ মেঘের স্তুপ  আসমানী সফেদ তুলোর তরঙ্গ এন্টার্কটিকা এবার গর্ভবতী হয়েছে সলাজ নারীর মতন প্রথম
  ঘাসের সবুজ কচিমুখে আকাশ দেখছে
মরুভূমি আণবিক গবেষণার সূতিকাগার আরো কত কিছু মেরু মরু সঙ্গমে যুযুধান মানুষ রঙ্গকেলি করে ক্লান্ত আমি হে শরতের পুরুষ্টু নদীর ছবি এঁকে এঁকে
মৎস্যগন্ধ্যা পূর্ণ গর্ভবতী নদীর বুকে ভাসে গয়নার নাও নাইহর যাবে গাঁয়ের শ্যামলী বধূটি পাশে ঘোরাঘুরি করে কাগজের নৌকোয় ভরা কুরচি ফুল টুপটাপ ডুবে যায়
বৌ হাসে মাঝি হাসে ওই পারে কাশবনে দোলা ওঠে
একটি কবিতা প্রসব হতে হতে ঢেউয়ের হুমকিতে কাঁদে
কি নিয়ে কবিতা লেখা হবে সবই তো লেখা হয়ে গেছে ত্রিশূল পর্বতের তিনটি শৃঙ্গ নিয়েও
গাঁয়ের পোয়াতি বৌ নির্জন দুপুরে লাজে আধখানা মুখ ঢেকে কলসী ভরে ঘরে ফেরে
মানুষের সংসার মানসিক জগতের ঘূর্ণির মাতন
যুগ যুগ কবিতার কার্ণিশে শব্দ দিয়ে চিত্রকলা এঁকেছে
সমুদ্রের কাছে গেলাম ঝিনুকের কঙ্কালে নতুন শব্দ বানিয়ে নতুন কবিতা লিখতে
কঙ্কালের অন্দরে  মাংস ছিলো ছিলো সঙ্গমের বনিয়াদ
ওসব হারিয়ে গেছে সমুদ্রের ঢেউয়ে এখন কঙ্কালের খোলস শুধু একান্ত ক্রীড়ায়
চিত্রিত কারুকার্যখচিত শঙ্খ শামুকের খোলশ কঙ্কালে কামগন্ধ শুধু দেবশিশু আইলানের নিষ্পাপ দেহটি ঢেউয়ের কোলেও প্রস্তর প্রতিমা
পৃথিবীকে বুকে নিয়ে এটলাসের মত হাজারো কবিতার জন্মতো দিয়েই ফেলেছে
উঁচুতে থাকা দৈত্য দানো মাটির গা ঘেঁষাদের ঘাড় মটকে রক্ত শুষে খেয়েছে খাচ্ছে
এসবও লেখা হয়ে গেছে কী বলবে কবিতা
আলো : শেষ নিশ্বাসের কিছু আগে কবিতার উষ্ণতা হয়ে ত্রিলোকে ছড়িয়ে যাও
কবিতা :পুরনো সব ঝেড়ে মুছে নতুন শব্দে আঙ্গিকে বচনে আগামী প্রজন্মের
দরোজায় নতুনের পতাকা উড়াও

কাজরী,
৬ সেপ্টেম্বর, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: